প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা গোদাগাড়ীর ফাজিলপুর গ্রামের দুলাল (৩০) ও লতিফ হেরোইনসহ র‌্যাবের হাতে আটক

গোদাগাড়ীর ফাজিলপুর গ্রামের দুলাল (৩০) ও লতিফ হেরোইনসহ র‌্যাবের হাতে আটক

168
0

গোদাগাড়ীর ফাজিলপুর গ্রামের দুলাল (৩০) ও লতিফ হেরোইনসহ র‌্যাবের হাতে আটক হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, র‍্যাব-৪ এর অভিযানে রাজধানীর মিরপুর এলাকা হতে ৮৫ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক কারবারি’কে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার জন্য অভিযান অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় (১৭ মার্চ) দুপুরে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৮৫ গ্রাম হেরোইনসহ ০২ মাদক কারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

আটককৃতরা হলো চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার দুর্লভপুর গ্রামের আব্দুল বাসেতের ছেলে দুলাল আলী (৩০), (বর্তমানে গোদাগাড়ীর ফাজিলপুর গ্রাম) ও লতিফ (৪২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের সীমান্তবর্তী স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজধানীসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

প্রকাশ থাকে যে, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী পৌরসভার ৫ নং ওয়ার্ডের ফাজিলপুর গ্রামের বাসিন্দা আব্দুল বাসেতের ছেলে দুলাল দীর্ঘদিন থেকেই মাদককারবারী করে আসছে বলে গ্রামবাসী জানায়। দুলাল একাই ভাই এবং ৭ বোন গ্রামের অনেকেই বলেছেন তারা সকলেই মাদকের সাথে জড়িত। বোনগুলো সারা বছর বাড়ীতে থাকে না। তারা আসলে কোথায় থাকে সেটিও তাদের বাড়ী থেকে কোন হদিস পাওয়া যায়নি। তার বড় বোনের ছেলে মাসা ও তার পিতা আব্দুল বাসেত বাড়ীতে রান্না করে খায় ও দ্বিতীয় তলা বাড়ীটিতে থাকে।

দুলাল কিংবা তার বোনদের কোন ব্যবসা বা স্থায়ী সম্পত্তি না থাকলেও ৬ তলা বিশিষ্ট ভিত্তি স্থাপন করে ২য় তলা বিশাল বাড়ী তাহলে কিভাবে নির্মাণ করলেন এটি ভেবে স্থানীয়দের কপালে ভাঁজ পড়েছে।

তার ছোট বনের কথিত স্বামী মেডিকেল মোড়ের রাজা বিবাহ বিচ্ছেদ হলেও মাঝে মধ্যেই তাকে ওই এলাকায় দেখা যায় বলে জানিয়েছেন অনেকেই।

 

দুলালের বোন আঙ্গুরী (৩৩)সহ অন্য বোনেরা প্রায় ক’দিন পর পর ঢাকায় যাতায়াত করতে দেখা যায়।

দীর্ঘদিন যাবত তারা মাদক ব্যবসার সাথে জড়িত থেকে বাড়ী নির্মানসহ বেশ ভালই চলতে দেখা যায় তাদের।

মাঝে মধ্যেই তাদের বাড়ীতে অপরিচিত লোক জনের আনাগোনা প্রত্যক্ষ করা যায় বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন মহিলা।

#অনলাইন:

# অনলাইন: