প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা গোদাগাড়ীতে রাতের আঁধারে অবৈধভাবে ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ

গোদাগাড়ীতে রাতের আঁধারে অবৈধভাবে ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ

305
0
গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে রাতের আঁধারে অবৈধভাবে ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ পাওয়া গেছে ।গত ১৯ মে বৃহস্পতিবার গোদাগাড়ী মডেল থানায় দায়েরকরা অভিযোগ সুত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর গুড়িপাড়া এলাকার মৃত এমদাদুল হকের ছেলে শামীম ও পবা উপজেলার আসগ্রাম এলাকার আব্দুল মান্নান এর ছেলে সামসুল দুই জন মিলে গোদাগাড়ী উপজেলার ৭ নং দেওপাড়া ইউনিয়নের ইদলপুর গোল শহর নামক স্থানে একটি পুকুরে মাছ চাষ করে আসছিল। ওই পুকুর সংলগ্ন দেওপাড়া ইউনিয়নের রাজাবাড়ীহাট এলাকার বাসিন্দা হাজী আব্দুল লতিফ এর নিজ নামে তফশিলভুক্ত বেশ কিছু জমি রয়েছে ।
বিবাদী শামিম ও শামসুল দুই জন মিলে বুধবার দিবাগত রাতে জোরপূর্বক রাতের আঁধারে স্কোভেটর মেশিন দিয়ে প্রায় এক বিঘা জমি বিনা অনুমতিতে পুকুর খনন করেছেন। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুকুর খননের বিষয়টি তার বর্গাদার এর মাধ্যমে জানতে পারেন। তাৎক্ষনিকভাবে বিষয়টি নিয়ে গোদাগাড়ী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বাদী হাজী আব্দুল লতিফ। এরই প্রেক্ষিতে বিকেল ৪ টায় গোদাগাড়ী সহকারী কমিশনার (ভুমি) (এসি ল্যান্ড) তাছমিনা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শামিম ও শামসুল সু-কৌশলে পালিয়ে গেলেও তাদের প্রতিনিধি পুকুর ও স্কুবিটার  পাহারাদার আব্দুর রকিব কে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) আটককৃত রকিবকে ১০দিন বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়। এ সময় ঘটনাস্থলে রাখা স্কোভেটর টির বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হয়।
এইদিকে হাজী আব্দুল লতিফ ইতিপূর্বে কয়েক দফা ওই শামিমকে পুকুরের পাড় ভেঙ্গে যাওয়ার বিষয়টি অবগত করলেও কোনো কর্ণপাত করেন নাই। উল্টো পুকুরের লক্ষ লক্ষ টাকার মাছ বিষ প্রয়োগ করে মেরে মামলা দেওয়ার হুমকি দেয়।
স্থানীয় সুত্রে আরো জানা যায় কয়েক মাস থেকে গোদাগাড়ী প্রেমতলি ফাঁড়ির অধিনাস্ত এলাকা দেওপাড়া ও গোগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফসলী জমি নষ্ট করে পুকুর খননসহ স্কুবিটার মেশিন দিয়ে মাটি কেটে লক্ষ লক্ষ টাকার মাটি বিক্রয় বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। পৃথক পৃথক ভাবে কয়েকটি সিন্ডিকেট মিলে রাত দিন সমান তালে এসব অবৈধভাবে পুকুর ও মাটিকাটা নিয়ন্ত্রণ করে আসছে বলে স্থানীয় সুত্রে জানা যায়।
==================================
https://www.youtube.com/watch?v=opEm2_7ame4