প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা তানোরে শিক্ষার মান উন্নয়ন ও অবসর প্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

তানোরে শিক্ষার মান উন্নয়ন ও অবসর প্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

161
0

সাইদ সাজু, তানোর থেকে: রাজশাহীর তানোরে শিক্ষার গুনগত মান উন্নয়ন ও অবসর প্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে তানোর উপজেলা পরিষদ অডিটরিয়ামে কলেজ শিক্ষক কর্মচারী সমিতির আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরী।

মুন্ডমালা ফজর আলী মোল্লা কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও চাপড়া মহিলা কলেজের অধ্যক্ষ নকুল কুমার ঘোষ এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

উপজেলা নির্বাহি অফিসার পঙ্কজ কুমার দেবনাথ, বিশিষ্ট সমাজ সেবক জনপ্রিয় আ’ লীগ নেতা আবুল বাসার সুজন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বক্কর, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, কামারগা ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরাদ, বাধাইড় চেয়ারম্যান আতাউর রহমান, পাচন্দর চেয়ারম্যান আব্দুল মতিন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সরনজাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ কেরামত আলী, মুণ্ডমালা মহিলা কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, কচুয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ ফুল মোহাম্মদ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে তানোর উপজেলার সব গুলো কলেজের শিক্ষক ও কর্মচারীসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।

এ সময় মাদারীপুর আইডিয়াল কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ ইসরাফিল হোসেন ও তানোর বিএম কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস আলী মৃধাকে কেষ্ট দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়।

 

*****************

পূর্বের ভিডিও: