ঈদের খুশীর ধুম পড়েছে
গঞ্জে ও বাজারে
এদিক ওদিক ব্যস্ত মানুষ
চলে সারে সারে ॥
কেও টানে খাসি গরু
কেও পরায় মালা
পটকা আতশ নিয়ে কেও
হয়োনা উতালা
অপচয় করায় শয়তান
পাঠায় শাস্তি দ্বারে ॥
ঈদের খুশীর ধুম পড়েছে
গঞ্জে ও বাজারে ।
স্বার্থ ত্যাগের অপুর্ব সীম
মুসলিম এ কলবে
অর্থ জীবন ত্যাগ করিয়া
খোদার তলবে
সাড়া দিয়া বান্দা লভে
রব তুষ্টি করে ॥
ঈদের খুশীর ধুম পড়েছে
গঞ্জে ও বাজারে ॥
সকল মুখেই রবের খানা
হাসি সকল মুখে
এমন মহান ত্যাগের সর্গে
থাকে সবায় সুখে
উঁচু নীচু কেও থাকেনা
মুক্ত আহারে ॥
ঈদের খুশীর ধুম পড়েছে
গঞ্জে ও বাজারে ॥
