ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার১নং রুহিয়া ও ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের তৃনমূল নেতাকর্মীদের সাথে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
২৩ আগস্ট (বৃহস্পতিবার)রুহিয়া পশ্চিম ইউনিয়নের নেতাকর্মীদের সাথে সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামালের রামনাথ বাসায় এবং ৩টার সময় ১নং রুহিয়া ইউনিয়নের নেতাকর্মীদের সাথে জেলা বিএনপি’র সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমানের বাসায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলাদা ভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাবেক চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মো: আব্দুল হামিদ, রুহিয়া থান বিএনপি’র আহবায়ক মো: আনছারুল হক, জেলা যুবদল সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুর, ১নং রুহিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি প্রভাষক গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক আব্দুল মালেক মানিক, ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক শামছুল আলম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, রুহিয়া থানা যুবদলের সভাপতি আনার আলী, সাধারন সম্পাদক মো: শাহীন প্রমুখ। শুভেচ্ছা বিনিময়ের সময় রুহিয়া থানার বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদলসহ সকল নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।