প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা দ্বাদশ জাতীয় নির্বাচন- গোদাগাড়ী-তানোরে ভোট গ্রহণ চলছে…

দ্বাদশ জাতীয় নির্বাচন- গোদাগাড়ী-তানোরে ভোট গ্রহণ চলছে…

31
0

রাজশাহী-১ আসনে ভোট গ্রহণ সকাল থেকেই শুরু হয়েছে। লোটারদের উপস্থিতি মোটামুটি। আসন ৫২, রাজশাহী-১ গোদাগাড়ী ও তানোর আসন থেকে প্রার্থী দাঁড়িয়েছেন মোট ১১ জন।
১। ওমর ফারুক চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগ, সাগরপাড়া, ঘোড়ামারা, (নৌকা)
২। নূরুন্নেসা, ন্যাশনাল পিপলস পার্টি, মাদারপুর, (আম)
৩। বশির আহমেদ, বাংলাদেশ সাংস্কৃতিক, নারায়নপুর, (ছড়ি)
৪। মোঃ আখতারুজ্জামান (স্বতন্ত্র), দামকুড়াহাট, (ঈগল)
৫। মোঃ আল-সাআদ, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট-বিএনএফ, কাকনহাট (টেলিভিশন)
৬। মো: গোলাম রব্বানী, স্বতন্ত্র, প্রকাশনগর, তানোর, (কাঁচি)
৭। মো: জামাল খান দুদু, তৃণমূল বিএনপি (নীলনগর, গাজীপুর সদর, (সোনালী আঁশ)
৮। মো: শামসুজ্জোহা, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, মহিশালবাড়ী, (নোঙ্গর)
৯। মো: শামসুদ্দীন, জাতীয় পার্টি, পাকচাঁদপুর, তানোর, (লাঙ্গল)
১০। শারমিন আক্তার নিপা মাহিয়া, স্বতন্ত্র, নাচোল, (ট্রাক)
১১। শাহনেওয়াজ আয়েশা আখতার জাহান, স্বতন্ত্র, আরানি, বাঘা, (বেলুন)

সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
ক্ষমতার পালাবদল- কে হবেন পরবর্তী গোদাগাড়ী-তানোরের এমপি এখন সেটাই দেখার বিষয়।
দেখার জন্য অপেক্ষা করতে হবে আরো প্রায় ৪ ঘন্টা।

আব্দুল খালেক
সম্পাদক
জিখবর পত্রিকা ও দৈনিক রাজবার্তা