প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা গোদাগাড়ীতে শেষ মূহূর্তের কেনাকাটায় ব্যস্ত সাধারণ মানুষ

গোদাগাড়ীতে শেষ মূহূর্তের কেনাকাটায় ব্যস্ত সাধারণ মানুষ

79
0

আব্দুল খালেক: রাজশাহীর গোদাগাড়ীতে পবিত্র ইদুল ফিতরের আগ মুহূর্তে মানুষ জন কেনা কাটায় ব্যস্ত সময় পার করছেন। গোদাগাড়ী সদর ডাইংপাড়ার বিভিন্ন দোকান ঘুরে দেখা যায় ক্রেতাদের উপচেপড়া ভীড়। অনেক দোকানে ক্রেতাদের উপচেপড়া ভীড় সামলাতে হিমশিম খেতে দেখা গেছে। ব্যবসা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অনেক ব্যবসায়ী। তবে অনেক গার্মেন্টর্স পন্যের দোকানে প্রয়োজনের তুলনায় বেশি দাম নিচ্ছেন বলে অভিযোগ করেছেন ক্রেতারা। ডাইংপাড়ার আপডেট ফ্যাশান, পদ্মা গার্মেন্টস, এন.আর কালেকশন, টিএন্ডটি ফ্যাশন, চয়েস কালেকশন, বিসমিল্লাহ গার্মেন্টস, নিউ ফ্যাশন ঘুরে দেখা যায় ক্রেতাদের ঢল নেমেছে। পন্যের মান নিয়ে সন্তোষ ক্রেতারা। তবে এক জন ক্রেতা বলেছেন দ্রব্যমূল্যের বাজারে সংসার চালানোয় যেখানে মুশকিল সেখানে ছেলে-মেয়েদের আবদার মেটানো খুবই দূরুহ ব্যাপার। নাম প্রকাশ না করার শর্তে এক ক্রেতা বলেন কর্জ করে ছেলে-মেয়েদের পোশাক ক্রয় করতে এসেছেন তিনি। রাস্তার পাশের দোকানগুলোতে ভিড় থাকলেও মার্কেটের ভিতরের দোকানগুলোতে তেমন ক্রেতা লক্ষ করা যায়নি।

এ ইদে পাঞ্জাবীর কদর বেড়েছে। তরুণ যুবকরা রঙ্গিন পাঞ্জাবীর প্রতি বেশ ঝুঁকেছে। এসব পাঞ্জাবী ৪শ থেকে ১৫শ টাকার মধ্যে মিলছে বলে জানা ব্যবসায়ীরা।

গার্মেন্টস এর পরপরই জুতা-সেন্ডেলের দোকানেও বেশ ভিড় পরিলক্ষিত হয়েছে। ইদ আসবে আর নতুন জুতা হবে না এটা মানায় না। তাই ছোট-বড় সবাই নতুন জুতা-সেন্ডেল ক্রয় করতে মরিয়া হয়ে পড়েছে। সময় বেশি তাই তাই প্রয়োজনীয় পন্যটি শেষ হয়ে যাওয়ার আগেই কিনতে হবে মনে করছেন অনেকেই।

সংসারের নিত্য পন্য মুদিখানার দোকানে তেমন ভিড় পরিলক্ষিত হয়নি। তবে মুদি দোকানী মজিবুর জানান ব্যবসা ভালো হচ্ছে তবে শেষ দিকে মানুষের প্রচুর ভীর হবে এসব দোকানে।

এদিকে ব্যস্ত সময় পার করছেন টেইলার্স মলিকরা। তারা রাত ৩/৪টা পর্যন্ত কাপড় কাটা ও সেলাই করা নিয়ে প্রচুর ব্যস্ত সময় পার করছেন। সময় বেশি নেই এর মধ্যে অর্ডারগুলো শেষ করতে হবে না হলে তো আর কাস্টমারের মন জয় করা যাবে না। সময়মত মাল ডেলিভারী দিতে না পারলে খেতে হবে বকাও। তাই সময় ও আরামের তোয়াক্কা না করে দিন-রাত পরিশ্রম করে চলেছেন টেইলার্স মালিক শ্রমিকরা।