সফিকুল ইসলাম মজিদী: নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধের ল্েয ১২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও জনসভা উপলক্ষে জেলা শহরে প্রচার মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। বুধবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলি প্রদণি শেষে শহীদ সাটু হল মোড়ে পথসভায় মিলিত হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক অধ্য আতিকুল ইসলামের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক গাউসুল নিউটন, যূগ্ম আহব্বায়ক আজিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রেজা ইমন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সান্তনা হক প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান, পৌর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শামসুদ্দিন আহম্মেদসহ নেতাকর্মীরা। সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও জনসভাটি সফল করার জন্য সকলকে একসাথে কাজ করার আহব্বান জানান। উল্লেখ্য, ১২ নভেম্বর দূপুর আড়াইটায় রাজশাহী বিভাগের ৮টি জেলা, উপজেলায় একযোগে অনুষ্ঠিতব্য ভিডিও জনসভা উপলে চাঁপাইনবাবগঞ্জে হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ শুরু হয়েছে।