প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা গোদাগাড়ীতে রমযানে কাঁচা বাজার সহনশীল!

গোদাগাড়ীতে রমযানে কাঁচা বাজার সহনশীল!

496
0

আব্দুল খালেক: একেতো করোনা অপর দিকে রমযান মাস। গত বছরের ন্যয় এ বছরও রমযান মাসে করোনার জন্য সরকার লকডাউন ঘোষণা করেছে। আজ পবিত্র মাহে রমযানের ৪র্থ দিন। রমযানের প্রথম দিকে বাজারের উর্ধমুখী লক্ষ করা গেলেও আজ ৪র্থ দিনে একটু নিম্নমুখি বলে জানিয়েছেন ডাইংপাড়ার কাঁচামাল ব্যবসায়ী হেলাল উদ্দীন। আজ ডাইংপাড়া বাজার ঘুরে দেখা যায় আলু-১৬, পিঁয়াজ দেশি ৩৫ ও এলসি পিঁয়াজ ৩০, ঢেঁড়স ৪০, পটল, ৪০, করলা ৪০, কাঁচা কলা ৩৫ কেজি, বেগুন ৭০, কাঁচা মরিচ ৫০/৬০, টমেটো ২৫, খিরা ৬০, মিষ্টি আলু ২৫, বরবটি ৬০, লাউ ২৫ পিস, পুঁই শাক ২০, পাট শাক ১০, লাল শাক ১০ কেজি অপর দিকে ব্রয়লার মুরগী ১৫০ ও পাকিস্তানি মুরগী ২৫০ টাকা কেজি বলে জানা গেছে।