প্রচ্ছদ সাহিত্য/ কবিতা কালাকার- আব্দুল্লাহ হাফিজ

কালাকার- আব্দুল্লাহ হাফিজ

809
0

যত বড় হোকনা সাক্ষাৎ কার
নুর ইসলাম আমাদেরই স্যার ॥
তিলে তিলে দিলেন গড়ে
শিল্পী মনা ঘরে ঘরে
ছোট বড় কত কালাকার ॥
নুর ইসলাম আমাদেরই স্যার
কত শিষ্য এল গেল
কত কে যে সুনাম নিলো
মূরছনাতে অবদান তার॥
ওস্তাদ ছাড়া শিষ্য গড়া
ঘয়না সারা স্বরের ধারা
মূরছনাতে সুরের ঝংকার ॥
নুর ইসলাম আমাদেরই স্যার
রব ইশারায় তাকে পেলাম
সেথা সুরের দিক্ষা নিলাম
রবের এ দান নয়তো ভোলার ॥
শিল্পী যত হোকনা বড়
অহমিকায় হবেনা খাড়
স্মরণ করবে ওস্তাদের দার ॥
নুর ইসলাম আমাদেরই স্যার ॥