প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা গোদাগাড়ীতে বিকাশ ব্যবসায়ী দায়ের কোপে গুরুতর আহত

গোদাগাড়ীতে বিকাশ ব্যবসায়ী দায়ের কোপে গুরুতর আহত

291
0

শহিদুল ইসলাম: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামে টাকা লেনদেনকে কেন্দ্র করে অতর্কিত হামলায় গুরুতর আহত-১ জন। জানা যায় গতকাল রাত ১১টার দিকে মাদারপুর গ্রামের অবঃ এসরাইল (পুলিশ) এর ছেলে মতিউর রহমান রুবেল হোসেন (৩০) রাত ১১টার দিকে মুদি ও বিকাশ ব্যবসায়ী একই গ্রামের দাউদ আলীর ছেলে রুহুল আমিন (৪০) এর বিকাশের দোকানে রুবেল প্রায় আড়াই লক্ষ টাকা লেনদেন করে। টাকা চাইতে গেলে রুবেল টাকা দিব বলে রাত প্রায় সাড়ে ১১টার দিকে তার গোডাউনের সামনে ডেকে নেয়। সেখানে রুহুল আসা মাত্র কয়েকজন মিলে তাকে দা ও চাপাতি দ্বারা এলোপাথাড়ী আঘাত করে গুরুতর যখম করে। যখম অবস্থায় প্রাণ ভয়ে বাড়ী পালিয়ে এসে রুহুল তার বাড়ীতে জানায় যে রুবেল আমাকে মেরে ফেলল। বর্তমানে অজ্ঞান অবস্থায় রুহুলকে তার স্বজনরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৬নং ওয়ার্ডে ভর্তি করেন। ঘটনাস্থলে এস.আই তোফাইল হোসেন গিয়ে আলামত জব্দ করেন। পুলিশ ড্রেনের পাশে ১টি চাপাতি ও একটি মুঠোফোন পেয়েছেন। এ ব্যাপারে বুধবার দুপুর ১২টার দিকে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নিকট জানতে চাওয়া হলে ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন গোদাগাড়ী মডেল থানায় মামলা লিখতে এসেছেন ভুক্তভোগীরা।