প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা গোমস্তাপুরে আনুষ্ঠানিকভাবে আম কেনাবেচার উদ্বোধন

গোমস্তাপুরে আনুষ্ঠানিকভাবে আম কেনাবেচার উদ্বোধন

331
0

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পরিপক্ক আম পারা এবং বাজারজাত করণের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে রেল স্টেশন সংলগ্ন আম বাজার চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রহনপুর আম আড়ৎদার সমবায় সমিতির সম্পাদক ও রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খানের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ মোঃ মঞ্জুরুল হাফিজ। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার, গোমস্তাপুর মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, গোমস্তাপুর থানার (ওসি) দিলীপ কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মাসুদ পারভেজ, আমচাষী ও ব্যবসায়ী সমিতির সভাপতি আফতাব উদ্দিন লালান প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে করোনা পরিস্থিতিতে সামাজিক দুরুত্ব বজায় রেখে আম বাজারজাত করন ও কোনরকম ফরমালিন ব্যবহার ছাড়াই পরিপক্ক আম সঠিকভাবে এবং সঠিক নিয়মে বাজারজাত করণের জন্য আম ব্যবসার সাথে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।