প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা ভোলাহাটে ২৩ মে থেকে আম পাড়া শুরু

ভোলাহাটে ২৩ মে থেকে আম পাড়া শুরু

463
0

বি.এম রুবেল আহমেদ, ভোলাহাটঃ ভোলাহাটে আগামী ২৩ মে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে গাছ থেকে আম পাড়া শুরু হবে। ২২ মে আম ফাউন্ডেশন ভোলাহাটের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আম ফাউন্ডেশন ভোলাহাটের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু জানান আম গাছে পেকে যাওয়া এবং আম পাড়ার উপযুক্ত সময় হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল বেলা ১২ টার সময় উপজেলা চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন এবং উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)  শেখ মেহেদী ইসলাম আম বাজারজাতের শুভ উদ্বোধন করবেন বলেও সাধারণ সম্পাদক   জানান। এজন্য আম ফাউন্ডেশন ভোলাহাটের আড়ৎদাররা তাদের আড়ৎগুলোর সার্বিক পরিবেশ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। নজরুল মাহালত ফল ভাণ্ডারের পরিচালক টমাস খান জানান আমাদের আড়ৎ প্রস্তুত অপেক্ষা শুধু আম ফাউন্ডেশন ভোলাহাটের অনুমতি। আরেক আম আড়ৎদার হাসনাত জামিল তারেক বলেন গাছে আম পেকে গেছে কিন্তু ফাউন্ডেশনের বাজার না বসার কারণে আমরা বাজারজাত করতে পারছিনা। তবে বাগান থেকে অনেকেই আম দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে বলে একাধিক আড়ৎদার অভিযোগ করেন।