প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা ভোলাহাটে আম ৫৪-৫৬ কেজিতে মণ ; আমচাষীদের ক্ষোভ

ভোলাহাটে আম ৫৪-৫৬ কেজিতে মণ ; আমচাষীদের ক্ষোভ

391
0
বি.এম রুবেল আহমেদঃ চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাটে নিয়মনীতিকে তোয়াক্কা না করে আম বিক্রি হচ্ছে ৫৪-৫৬ কেজিতে মণ। ক্ষেত্রে বিশেষে এটা গড়াচ্ছে ৫৮-৬০ কেজিতে। এ নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে ভোলাহাট উপজেলার একমাত্র আম বাজার আম ফাউন্ডেশন ভোলাহাটে আম বিক্রি করতে আসা আমচাষী ও আম ব্যবসায়ীদের মাঝে। এমনিতেই ভালো দাম নেই তার উপর আড়ৎদার এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আম ব্যাপারীদের যোগসাজশে চুষে খাওয়ার অপচেষ্টা। এব্যাপারে আম ফাউন্ডেশন ভোলাহাটের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা ৫২ কেজিতে মণ বিক্রি করতে রেট করে দিয়েছি।এখানে আমচাষী কিংবা আম ব্যবসায়ী যদি এটার ব্যত্যয় ঘটায় তবে আম ফাউন্ডেশনের করার কিছুই নেই। অপরদিকে একাধিক আড়ৎদারের সাথে কথা বলে জানা গেছে ব্যাপারীরা আম ক্রয় করে তারাই ভালো জানে কত কেজিতে মণ।
কোন কোন আড়ৎদার বলেন ব্যাপারীদের খুশি করতে অনেকসময় এমন কাজ করতে হয়। সর্বোপরি আমচাষী এবং আম ব্যবসায়ীদের অভিযোগ করে বলেন  আমরা আড়ৎদার এবং বেপারীদের কাছে জিম্মি হয়েই আম বিক্রি করতে হচ্ছে। যেখানে নেই আমচাষীদের শেষ আশ্রয়স্থল আম ফাউন্ডেশন ভোলাহাটের কোন প্রকার নজরদারি। এনিয়ে আম ফাউন্ডেশন ভোলাহাটের উপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। এদের দাবি উপজেলা প্রশাসন এবং আম ফাউন্ডেশন ভোলাহাটের যৌথ উদ্যোগে এই থেকে পরিত্রাণ চাই। তারা আরও বলেন আমাদের যৌক্তিক অভিযোগ যদি আমলে না নেয় তবে আমরা আমচাষী এবং আম ব্যবসায়ীরা আন্দোলনে যাব।