প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা সাপাহারে অতিরিক্ত মজুদকরণ বিরোধী টাস্কফোর্সের অভিযান, জরিমানা আদায়

সাপাহারে অতিরিক্ত মজুদকরণ বিরোধী টাস্কফোর্সের অভিযান, জরিমানা আদায়

523
0
হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে ধান ও চাল অতিরিক্ত মজুদকরণ বিরোধী টাস্কফোর্স এর অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা সদরে পুলিশ ও উপজেলা খাদ্য বিভাগের সমন্বয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। এ সময় অতিরিক্ত ধান মজুদ রাখার দায়ে মেসার্স চৌধুরী রাইস মিলের স্বত্বাধিকারী  আবু সাঈদ চৌধুরীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং মিলে মজুদকৃত ধান আগামী তিন দিনের মধ্যে বাজারজাত করতে ওই মিল মালিককে নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী এ প্রতিনিধিকে জানান, বর্তমান বাজারে ধান ও চালের উর্ধ্বগতি রোধে এই অভিযান পরিচালনা করা হয়। এ সংক্রান্ত সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় প্রসিকিউটর হিসেবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাওছারুল আলম উপস্থিত ছিলেন।