প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা তানোরে প্রধান মন্ত্রীর অনুদান, শিবতলা মন্দিরের ভিত্তি স্থাপন

তানোরে প্রধান মন্ত্রীর অনুদান, শিবতলা মন্দিরের ভিত্তি স্থাপন

993
0

সাইদ সাজু, তানোর প্রতিনিধি : তানোরে প্রধান মন্ত্রীর অনুদানের টাকায় শিবতলা কেন্দ্রীয় মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।

বুধবার ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তানোর উপজেলা সদর শিবতলা কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি শ্রী পরেশ চন্দ্র দাস। এসময় উপস্থিত ছিলেন তানোর শিবতলা রাধা গোবিন্দ কেন্দ্রীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক রনি চন্দ্র দাস।

ক্যাশিয়ার শেখর চন্দ্র দাস, তপন চন্দ্র মহন্ত, কালিপদ দাস, অমরেন্দ্রনাথ অধিকারী টুকু, শ্রী নাইচ দাস, মৃদুল চন্দ্র দাস, নরায়ন চন্দ্র দাস, পলাশ বিহারি, সজল বিহারি দাসসহ গ্রামের জনসাধারণ।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের কল্যাণ ফান্ডে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া অনুদানের টাকায় শিবতলা কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দির নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।