প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা চোটে পড়ে মাঠের বাইরে মুশফিক

চোটে পড়ে মাঠের বাইরে মুশফিক

267
0

ক্রীড়া ডেস্ক: চোটের কারণে আগেই প্রিমিয়ার লিগের বাইরে চলে গেছেন জাতীয় দলের দুই ক্রিকেটার তামিম ইকবাল ও তাসকিন আহমেদ। এবার সে তালিকায় যোগ হলেন আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিমও।

চোটের কারণে এক সপ্তাহের পূর্ণ বিশ্রাম দেওয়া হয়েছে এই উইকেটকিপার–ব্যাটসম্যানকে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেন মুশফিক। বাঁ হাতের তর্জনিতে চোট পেয়েছেন এই ম্যাচেই।

আবাহনীর হয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মুশফিক।

বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী আজ মুঠোফোনে জানিয়েছেন, ‘সিটি স্ক্যান রিপোর্টে মুশফিকের বাঁ হাতের তর্জনির হাড়ে হালকা চিড় ধরা পড়েছে। আমরা তাকে এক সপ্তাহের বিশ্রাম দিয়েছি। এই এক সপ্তাহ চোট পাওয়া হাত দিয়ে ও ব্যাটিং বা অন্য কিছু করতে পারবে না।’

তবে দেবাশিস চৌধুরী আশাবাদী, এই চোট মুশফিকের জিম্বাবুয়ে সফরে বাধা হবে না, ‘এক সপ্তাহ পর আমরা ওর হাতের অবস্থা পর্যবেক্ষণ করব। আশা করি, জিম্বাবুয়ে যাওয়ার আগেই সে সেরে উঠবে।’

মুশফিকের আগে চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন তামিম ইকবালও।

২৯ জুন এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি–টোয়েন্টির সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। টেস্ট এবং ওয়ানডে খেললেও এই সফরের টি–টোয়েন্টি সিরিজ থেকে আগেই ছুটি নিয়েছেন মুশফিক।

তবে প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগে তাঁর দল আবাহনীর এখনো তিনটি ম্যাচ বাকি। মুশফিকের অনুপস্থিতি এই ম্যাচগুলোতে দলকে ভোগালে অবাক হওয়ার কিছু থাকবে না।
এর আগে চোটে পড়েছিলেন মোস্তাফিজও।ছবি : এএফপি

লিগে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ২৬৭ রান করেছেন মুশফিক, স্ট্রাইকরেট ১৩০.২৪।

প্রিমিয়ার লিগে এর আগে চোটে পড়েছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান। তবে এই দুই পেসারই চোট কাটিয়ে আবার খেলায় ফিরেছেন।