চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলার রহনপুর ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় অভিনব কায়দায় পাচারকালে বুধবার রাতে একটি ঢাকাগামী বাসে তল্লাশী চালিয়ে পেয়ারার ক্যারেট থেকে ২২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
৪৩’বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল জাহিদ হাসান বৃহস্পতিবার দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রহনপুর সীমান্ত ফাঁড়ির সুবেদার আব্দুল বাসেতের নেতৃত্বে একটি টহল দল বুধবার রাত সাড়ে ৯টায় গোমস্তাপুর উপজেলার রহনপুর ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় নাহার এন্টারপ্রাইজের একটি ঢাকাগামী বাসে তল্লাশী চালায়।
এসময় ১০৫কেজি পেয়ারা ভর্তি ৪টি ক্যারেটের মধ্যে লুকানো ২২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য মুল্য ১ লাখ ৮ হাজার টাকা। পাচারকারী সনাক্ত করা সম্ভব হয় নি। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন লে.কর্নেল জাহিদ হাসান।