সিয়াম সাহারিয়া,পত্নীতলা(নওগাঁ)প্রতিনিধি: দ্বিতীয় দফায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন ভোট গ্রহন শেষ নওগাঁর পত্নীতলা উপজেলায় এখন চলছে গণনা।
সোমবার(৮মার্চ) সকাল ৮ টায় শুরু হয়ে ৬০টি কেন্দ্রে ৫১১টি বুথে ভোটগ্রহণ একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে। সকালের দিকে ভোটারের উপস্থিতি কম থাকলেও দুপুরের পর থেকে ভোটারের উপস্থিতি বৃদ্ধি পায় উপজেলার ভোট কেন্দ্রগুলিতে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন শান্তিপূর্ণ ভাবে। কেন্দ্রেগুলোতে নিরাপত্তায় পুলিশের পাশাপাশি আনছার সদস্য মোতায়েন করা হয়েছিলো।
এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ১ লাখ ৭৯ হাজার ৪১০ জন ভোটার রয়েছেন।
