প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা বাগমাারা থেকে পুঠিয়া মহা সড়কের উন্নয়ন ও সম্প্রসারন কাজ শেষের পথে

বাগমাারা থেকে পুঠিয়া মহা সড়কের উন্নয়ন ও সম্প্রসারন কাজ শেষের পথে

145
0

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ থেকে পুঠিয়া মহাসড়কের অবকাঠামোগত উন্নয়ন সম্প্রসারণ কাজ প্রায় শেষের পথে। এ রাস্তাটির কাজ শেষ হলে দূর হবে কোটি মানুষের দুঃখ-দুর্দশার দিন। এরই মধ্যে শেষ হয়েছে ২৭ কিলোমিটার এই রাস্তাটির প্রথম পর্যায়ের কাজ। দ্বিতীয় ধাপে এসে হচ্ছে পুরো রাস্তা ওয়ারিং এর কাজ।

পুঠিয়া হতে বাগমারার ভবানীগঞ্জ পর্যন্ত ২৭ কিলোমিটার এই মহাসড়ক যথাযথমান ও প্রশস্থতায় উন্নীতকরণ প্রকল্পে ব্যয় হচ্ছে ১৩০ কোটি টাকা। উক্ত রাস্তায় রয়েছে ছোট-বড় মিলে মোট ১৬ টি ব্রিজ ও কালভার্ট।

জন – গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘ কয়েক বছর থেকে যানচলাচল সহ লোকজনের ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। রাস্তাটি ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হওয়ায় সকল প্রকার যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করেছে।

রাজশাহী – ৪ ( বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি, জাতীয় সংসদে এই রাস্তাটি দ্রুত সংস্কার সহ প্রশস্থ করনের দাবী করেছিলেন। তাঁর দাবীর প্রেক্ষিতে রাস্তাটি প্রশস্থ ও সংস্ককার করণ করা হচ্ছে। রাজশাহী সড়ক ও জনপদ অধিদপ্তর রাস্তাটির কাজ বাস্তবায়ন করছেন।

বাগমারা থেকে পুঠিয়া পর্যন্ত রাস্তাটির কাজ শেষ হলে উপজেলাবাসীর উন্নয়নের দ্বার উন্মোচিত হবে। দ্রুত সময়ের মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবেন লোকজন। এতে সময় এবং অর্থ দুই কম লাগবে এবং উন্নয়ন হবে এলাকার। ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি প্রধান অতিথি থেকে রাস্তাটির প্রশস্থ করণ কাজের উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।