সমস্ত প্রসংশা একমাত্র আল্লাহর জন্য, যার হাতে আমাদের প্রাণ। অসংখ দরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহম্মদ (স) এর উপর।
আল্লাহ তায়ালা তাদেরই তাওবা কবুল করেন, যারা তার কাছে অনুতপ্ত হয় এবং তিনি তাদের গ্রহণ করেন যারা তার কাছে ফিরে আসে। আল্লাহ তাদেরকেই ক্ষমা করেদেন যারা তার কাছে ক্ষমা চায়। আল্লাহ পরম করুনাময় ও ক্ষমাশীল।
আল্লাহর পক্ষ হতে তোমাকে যে আমানত দেওয়া হয়েছে তা রক্ষা কর। আশাবাদী হও আল্লাহ তোমার সাথে আছেন, ফেরেশতারা তোমার ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। একজনের সম্পদ অন্যজনকে অন্যায় ভাবে গ্রাস করতে দিওনা। তুমি যদি আল্লাহর দিকে এক হাত এগিয়ে আসো তাহলে আল্লাহ তায়ালা তোমার দিকে দুই হাত এগিয়ে আসবেন।
আল্লাহ যদি তোমার সাথে থাকেন তাহলে তুমি কাকে ভয় পাও। আর যদি আল্লাহ তোমার সাথে না থাকেন তাহলে তুমি আর কি আশা করতে পার। আল্লাহর সন্তুষ্টির জন্য পর্দা ও ভদ্রতা রক্ষা কর। মানুষ দেখানোর জন্য নয়। যা শয়তানকে আকৃষ্ট করা হয়। আল্লাহ তায়ালা তোমাদেরকে সর্বোচ্চ মর্যদা, সম্মান এবং অধিকার দান করেছেন। তোমরা নিজে থেকে তা কমিয়ে নিওনা।
হে ভবিষ্যৎ জাতির মা! তুমি ধর্য ধারণ কর। আল্লাহ প্রতিটি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। জেনে রাখ আল্লাহ সকল প্রকাশ্য-অপ্রকাশ্য, কর্ম-চিন্তা-চেতনা-ধারণা লিপিবদ্ধ করে রাখেন। আল্লাহ সর্বশ্রোতা ও সর্ব বিষয়ে জ্ঞানবান। আল্লাহ সব কিছুই দেখেন।
দু’দিনের আবেগের তাড়নায় তোমার আমানত ভঙ্গ করো না। আল্লাহ কঠিন শাস্তি দাতা। তুমি ধর্য ধারণ কর । একদিন আল্লাহ তোমাকে উত্তম সঙ্গী দান করবেন। আজ তোমরা এতো লাঞ্চিত হও কেন? একবার কী চিন্তা করে দেখেছো? আল্লাহ কখনো কারো প্রতি জুলুম করেন না। মানুষ তার নিজ কর্মের জন্য পাবে জান্নাত অথবা জাহান্নাম।
শয়তানি চিন্তা কখনো মন, শরীর ভালো করে না। গোসল, অযু, নামাজ, মেসওয়াক, শৃংখলা-সবধরণের দুঃখ-দূর্দশা দূর করার জন্য খুবই কার্যকারী ঔষুধ। প্রতিদিন সবসময় নামাজ পড়, আল্লাহকে স্মরণ কর, দেখবে শয়তান তোমার থেকে পালিয়ে গেছে। কখনো বিপদ দুর্দশা আশা কর না; বরং আল্লাহর রহমতে শান্তি, নিরাপত্তা এবং ভালো স্বাস্থ কামনা কর।
তুমি যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ তোমার ভাই-বোনকে ঠিক করতে পাবে না। তোমার ভাই-বোনকে যতক্ষণ না ঠিক করতে পারবে ততক্ষণ তোমার পরিবারকে ঠিক করতে পারবে না। যতক্ষণ তোমার পরিবারকে ঠিক করতে না পারবে ততক্ষণ তোমার মহল্লাকে ঠিক করতে পারবে না। এভাবে ক্রমন্বয়ে সমাজ, দেশ ও জাতি কে ঠিক করতে হবে। নিজে না ঠিক হলে অন্য কাউকে ঠিক করা যাবে না। নিজে সৎ কাজ না করলে অন্যকে সৎ কাজের আদেশ দিয়ে কোন উপকারে আসবে না।
তুমি কি দেখেছো আজ কাল পেপার পত্রিকাতে ধর্ষণ হত্যার মাত্রা বেড়ে গেছে? কারণ কি? আল্লাহ কোন জাতিকে এমনি এমনি ধংশ করে দেন না। আজ দুঃখজনক হলেও সত্যিই শিশু পার্কগুলো যেন শিশু তৈরির পার্কে পরিণত হয়েছে। কেন এতো বর্বরতা? কেন এত নি¤œস্তরে নেমে যাওয়া। বিশ^বিদ্যালয় আবাসিক হেলর ছাত্রী অবৈধ্য সর্ম্পকের কারণে সন্তান প্রসব করে ট্রাঙ্কের ভিতরে রেখে হত্য করতে পারে। এটা কিভাবে সম্ভব? হে মহামানবের মা তোমরা আর কত জঘন্যতম কাজ করতে সক্ষম হবে। আল্লাহ তাদেরকেই ক্ষমা করেন যারা আল্লার কাছে অনুতপ্ত হয়ে ফিরে আসে।
হে উন্নত জাতির মা! তোমার আমানত রক্ষা কর। একজনের সম্পদ অন্যজনকে অন্যায়ভাবে দিওনা দু’দিনের আবেগে তোমার মূল্যবান সম্পদ নষ্ট করো না। হালাল জিনিসে অপচয় করা এবং ইবাদাতে কার্পন্য করা তোমার কর্তব্য নয়। হারাম জিনিস ক্রয় করতে টাকা নষ্ট করা তোমার কর্তব্য নয়।
আশাবাদী হও, আল্লাহ তোমার সাথে আছেন, ফেরেশতারা তোমার ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। বেহেশত তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাদেরকেই ক্ষমা করেদেন যারা তার কাছে ক্ষমা চায়। আল্লাহ পরম করুনাময় ও ক্ষমাশীল।
লেখক: রাহমাত
গোদাগাড়ী,রাজশাহী।