প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা রাজশাহীতে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

129
0

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২২-২০২৩ বাস্তবায়ন উপলক্ষে জেলা ক্রীড়া অফিস রাজশাহীর আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমী রাজশাহীর মাঠে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন বালক-বালিকাদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জেলা ক্রীড়া অফিসার জনাব মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব কল্যাণ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব মীর শামীম আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ মনজুর কাদের। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত প্রতিবন্ধী বিদ্যালয়ের তত্ত্বাবধায়ক জনাব মোঃ শফিকুল ইসলাম সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক কর্মচারীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উদ্দ্যেশে নানা রকম দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। এসময় জেলা ক্রীড়া অফিস রাজশাহীর পক্ষ থেকে অংশগ্রহণকৃত শিশুদের যাতায়াত ভাতা প্রদান করা হয় । রাজশাহী জেলা পর্যায়ের ৫ টি বিদ্যালয় থেকে মোট ২০০ জন বালক-বালিকা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয় এবং অন্যান্য বালক-বালিকাদের সৌজন্য উপহার প্রদান করা হয়।অনুষ্ঠানটি পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন জনাব মোঃ জহুরুল হক জনি।

 

 

*********

কম্পিউটার শিখুন এখানে..