প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা ভোলাহাটে রাস্তার বেহাল দশা; দেখার কেউ নেই

ভোলাহাটে রাস্তার বেহাল দশা; দেখার কেউ নেই

199
0
বি.এম রুবেল আহমেদঃ চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাটে রাস্তার বেহাল দশা দেখার যেন কেউ নেই। এখানে বিএম কলেজ, ডিপ্লোমা কলেজ,মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত চলাচলের জন্য জনগুরুত্বপূর্ণ রাস্তা হওয়া সত্বেও দেখেও দেখেনা স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি সহ অন্যরাও। বেশকিছুদিন পূর্বে প্রবল বর্ষণের প্রভাবে প্রটেকশন ওয়ালের অভাবে মোহবুল্লাহ কলেজ গেট থেকে ঝাউবোনা বটতলা পর্যন্ত রাস্তাটি একেবারে চলার অনুপযোগী হয়ে গেছে। এব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ইয়াজদানী জর্জের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় চলাচলের জন্য ভরাট ফেলেছি এবং সংশ্লিষ্ট দপ্তর স্থানীয় সরকার বিভাগে আবেদন করেছি। এবিষয়ে উপজেলা প্রকৌশলী সাজেদুল হকের সাথে কথা বলে জানা গেছে, নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন লিখেছেন প্রাথমিকভাবে রাস্তাটি মেরামত করতে এবং এই অর্থবছরে তিনি চাহিদা দিয়েছেন প্রটেকশন ওয়াল সহ রাস্তাটি সংস্কার করতে। উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পালের সাথে যোগাযোগ করলে তার সরকারি মুঠোফোনে পাওয়া যায়নি। তবে ঝাউবোনা বিএম কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম বলেন উপজেলা নির্বাহী অফিসার মারফত পেপারস নিয়ে আমি ব্যক্তিগতভাবে মন্ত্রণালয়ে যোগাযোগ করার চেস্টায় আছি। তবে এলাকাবাসীর দাবি উপজেলার এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি যেন প্রটেকশনওয়ালসহ স্থায়ীভাবে সংস্কার করা হয়