ঠাকুরগাঁও প্রতিনিধি : শীতার্ত অসহায় শিশু ও দুস্থ মানুষের মাঝে ঠাকুরগাঁও শীতবস্ত্র বিতরণ টীমের সহযোগিতায় ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের উদ্যোগে ৮ জানুয়ারি মঙ্গলবার রাতে অসহায় শিশু ও দুস্থশীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ টিমকে সাথে নিয়ে ডক্টর কে এম কামরুজ্জামান সেলিম শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলাব্রত কর্মকার,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত, এলএ,ট্রেজারি শাখা) মোঃ তরিকুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (জেএম ও এসডিজি শাখা),অমিত কুমার সাহা। শীতার্ত মানুষের দুর্ভোগ পোহাতে জেলা প্রশাসনের হাত প্রসারিত থাকবে এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত, এলএ,ট্রেজারি শাখা) মোঃ তরিকুল ইসলাম বলেন, আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় শীতবস্ত্র পেয়ে শিশুরা ও শীতার্ত মানুষেরা খুবই আনন্দিত।
