প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ এর কর্নশালা

চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ এর কর্নশালা

254
0

 টুটুল রবিউল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর কর্মশালা হয়েছে। রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের অবহিতকরণ কর্মশালাটি বুধবার বেলা ১১ টায় সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, এসডিএফ এর যশোর অঞ্চেলনের আঞ্চলিক পরিচালক হেদায়েত উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার। কর্মশালায় এসডিএফের কর্ম পরিকল্পনা তুলে ধরেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্যবস্থাপক মোঃ মাহাবুবুর রশীদ। কর্মশালায় বক্তারা বলেন, রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পটি বাংলাদেশ সরকারেরনঅর্থ মন্তৃরণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি প্রকল্প যা এসডিএফ বাস্তবয়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচন, প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃজন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সহযোগিতা, আর্থিক সহায়তার মাধ্যমে অতিদরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীকে আয়বর্ধনমুলক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, গ্রামে স্থায়ী ও টেকসই সংগঠন তৈরী, সুবিধাবঞ্চিত ও সহায় সম্বলহীনদের জন্য অনুদান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান ও জীবিকা উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা, আর্থিক প্রণোদনা প্রদান, সর্বোপরি নারীর ক্ষমতায়নের লক্ষ্যে এসডিএফ কাজ করে যাচ্ছে। এলক্ষ্যে আগামী পাঁচ বছর চাঁপাইনবাবগঞ্জের ১৫০ টি গ্রামসহ সারাদেশের তিন হাজার ২০০ গ্রামে এ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হবে। কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, ইউনিয়ন চেয়ারম্যানগণ ও জেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

********++++*******

ঘরে বসে কম্পিউটার প্রশিক্ষণ করুন এবং আমাদের চ্যানেলটি ফলো করুন। এখানে অফিস এ্যাপলিকেশন প্রোগ্রামটি সম্পূর্ণ শেখানো হবে।