প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা গোমস্তাপুরে ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

গোমস্তাপুরে ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

537
0

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি কাউসার আহমেদ সাগর এর বিরুদ্ধে টেন্ডারবাজি ও পদ ব্যবহার করে নানা কর্মকাণ্ড এবং কিছু গোপন কারবার করে রাতারাতি প্রচুর টাকার মালিক বনে গেছে বলে অভিযোগ আছে। গত ২০১৭ সালের ১১ নভেম্বর তারিখে সে ছাত্রলীগের সভাপতির পদে আসীন হয়। কাউসার আহমেদ সাগর গত ১২ এপ্রিল গোমস্তাপুর ইউনিয়নের ধইনাঘাটি বালুমহাল, পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক উম্মুক্ত ডাকের মাধ্যমে গোমস্তাপুর উপজেলা পরিষদের সভা কক্ষে ৩৭ লক্ষ টাকায় লিজ গ্রহণ করেন। বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের কেউ কোন প্রকার টেন্ডারবাজি, ব্যবসা-বাণিজ্য করতে পারে না; কিন্তু কাওসার আহমেদ সাগর এ বালুমহাল ইজারা বাদেও গোমস্তাপুর ইউনিয়নের নিমতলা কাঠাল বিল দেওয়াস জলমহাল ইজারা গ্রহণ করে ভোগ দখল করছে। এছাড়া একই এলাকার বড় দুইটি খাস পুকুর ইজারা গ্রহণ করে মাছ চাষ করছে। গোমস্তাপুরের খোসালপাড়া নিবাসী কৃষক আব্দুস সাত্তারের সন্তান সাগর যাদের সম্পদ বলতে তেমন কিছু নেই সামান্য কিছু জমি ছাড়া। রাতারাতি সে এত টাকার মালিক কিভাবে হয়? পুরো গোমস্তাপুর উপজেলাবাসীর মুখে একটি প্রশ্ন? এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নাহিদ শিকদার এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগে কোন টেন্ডারবাজ, দুর্নীতিবাজের স্থান নাই। কাউসার আহমেদ সাগরের বিরুদ্ধে বালুমহল ইজারা নেয়াসহ বিভিন্ন অভিযোগ শুনেছি। বিষয়গুলো আমি বিভিন্নভাবে খতিয়ে দেখছি। সংগঠনের নিয়ম অনুযায়ী লিখিত অভিযোগ পেলে জেলা সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দের সাথে পরামর্শ করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। এদিকে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.মেহেদী হাসান বলেন, বালুমহাল কাওসার আহমেদ সাগরের নামে ইজারা দেয়া হয়েছে। সে ছাত্রলীগের সভাপতি কি না আমার জানা নেই। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা ছাত্রলীগের সভাপতি কাউসার আহমেদ সাগরের সাথে কথা বলা হলে, তিনি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।