বি.এম রুবেল অাহমেদ, স্টাফ রিপোর্টারঃ
চাঁপাই ননবাবগঞ্জের ভোলাহাটে একাংশের সাংবাদিক নিয়ে সম্মেলন করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম।সারাদেশের ন্যায় ভোলাহাটেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে ১৭ জুলাই বুধবার সকালে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে সংবাদ সম্মেলন ও মতবিনিময় করার কথা থাকলেও উপজেলার অাংশিক সাংবাদিক নিয়ে তা সমাপ্ত করা হয়।বঞ্চিত করা হয়েছে কিছু নিয়মিত গণমাধ্যম কর্মীদের।এব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলামের কাছে প্রশ্ন করা হলে তিনি দায় সাড়া উত্তর দেন।এ নিয়ে বঞ্চিত গণমাধ্যম কর্মীরা অসন্তোষ প্রকাশ করেন।অন্যদিকে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করলেও সংবাদ পরিবেশন করা হয়েছে ভোলাহাট প্রেস ক্লাবের নামে।এ নিয়ে মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি যথার্থ কোন উত্তর দিতে পারেননি।এটা কতটুকু নৈতিক বিবর্জিত কাজ তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।মর্মে বঞ্চিত গণমাধ্যম কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন এবং তীব্র নিন্দা জ্ঞাপন করেন।