নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলার পাথাইলঝাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ঝরে পড়া রোধে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ (সোমবার) দুপুরে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমান ব্যক্তি উদ্দ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপকরণ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ওই স্কুলের সভাপতি শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক ইসরাৎ জাহান ও বান্ধাইখাড়া বিএম কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান। বিতরণী অনুষ্ঠানে ৩৫০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা ও কলম বিতরণ করা হয়। প্রধান অতিথি বলেন, ঝরে পড়া রোধে শিক্ষাথীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। আর এতে উপজেলা প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার ১ ভাগে নেমে এসেছে। এমন কার্যক্রম পর্যায়ক্রমে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরিচালিত করা হবে।
