শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও কানসাট বাজারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। অভিযান কালে ৪টি রেস্তোরার মালিককে বিভিন্ন অঙ্কের অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও শিবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. বরমান হোসেন।
তিনি জানান, বৃহষ্পতিবার বিকেলে শিবগঞ্জ বাজার ও কানসাট বাজারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির জন্য ৪ টি রেস্তোরাঁর মালিককে মোট ১১ হাজার টাকা অর্থদন্ড করা হয় এবং স্বাস্থ্যহানীকর এ ধরণের কর্মকান্ড হতে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
এসময় শিবগঞ্জ থানা পুলিশের একটি দল ও পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর তাঁকে ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।