প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা গোদাগাড়ীতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে

গোদাগাড়ীতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে

310
0

আব্দুল খালেক: আজ শোকাবহ ১৫ আগষ্ট। জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত ও বেদনার দিন। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গোদাগাড়ীতে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। সকাল ১০টায় গোদাগাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় আবুল কালাম মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী-তানোরের সাংসদ আলহাজ্জ ওমর ফারুক চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গোদাগাড়ী উপজেলা প্রশাসন, উপজেলা ও পৌর আওয়ামীলীগ এর সর্বস্তরের নেতাকর্মী পুস্পস্তবক অর্পন করেন। সকাল ১১টায় প্রামান্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং পুরস্কার বিতরণ করা হয়। সকল মসজিদ ও উপাসনালয় সমূহে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়াও গোদাগাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ওবাইদুল্লাহ মাস্টারের নেতৃত্বে গোদাগাড়ী পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পৃথকভাবে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।