প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা ছড়িয়ে দাও সীমাহীন আলো সংগঠনের মানবিক উদ্দ্যেগ 

ছড়িয়ে দাও সীমাহীন আলো সংগঠনের মানবিক উদ্দ্যেগ 

239
0
গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
 ছড়িয়ে দাও সীমাহীন আলো একটি স্বেচ্ছাসেবী সংস্হা। ২০২০ সালের এসএসসি ব্যাচের ৩০ জন মেধাবী ছাত্র-ছাত্রীরা এ সংগঠনটি প্রতিষ্ঠা করে।তারা বর্তমানে দেশের স্বনামধন্য বিভিন্ন কলেজের ছাত্র।  চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা সদর রহনপুরে সংগঠনটি বিভিন্ন স্বেচ্ছাসেবা মূলক কাজ করে যাচ্ছে। বর্তমানে করোনাকালীন সময়ে  ও আসন্ন ঈদুল আযহা উপলক্ষে শনিবার সকালে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে  ৫০ টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেন। এছাড়াও তারা শিক্ষক- ছাত্রদের জন্য বিজ্ঞান বিষয়ক আড্ডা, শিতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন,রমজান মাসে পথচারীদের মাঝে ইফতার বিতরন,কূইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান ভিত্তিক ম্যাগাজিন প্রকাশসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। এ বিষয়ে সংগঠনের সভাপতি ফারহান ইবনে রফিক ও সম্পাদক ইশতিয়াক আহমেদ বলেন যে, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগা-ভাগি করতে আমাদের আজকের এ আয়োজন।  উল্লেখ্য যে, সংগঠনের সদস্যরা তাদের উপার্জিত অর্থ দিয়ে অহসায় মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টি এলাকায় যথেষ্ট সুনাম অর্জন করেছে।