প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা সুবর্ণলতা সংগীত বিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৩ উদযাপন

সুবর্ণলতা সংগীত বিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৩ উদযাপন

145
0
জিখবর ডেস্কঃ সুবর্ণলতা সংগীত বিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৩ উদযাপন।
 গতকাল ১৯.২.২৩ তারিখ রোজ রবিবার সন্ধ্যা ৬ টায় সুবর্ণলতা সংগীত বিদ্যালয়ের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগীত প্রতিযোগিতা,আলোচনা সভা,নাটক প্রদর্শন,পুরস্কার বিতরণ ও বিদ্যালয়ের নতুন কার্যনির্বাহী কমিটির পরিচিতি অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির সভাপতি মো: হানিফ খন্দকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা প্রাচ্যকলা ও ছাপকলা বিভাগের সভাপতি প্রফেসর ড. হীরা সোবাহান। বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলার ভাইস চেয়ারম্যান ও বেনানাশিস রাজশাহীর সভাপতি মো: ওয়াজেদ আলী খান, বেনানাশিসের সাধারণ সম্পাদক মো: কামারউল্লাহ্ সরকার কামা, বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সমিতির সহসভাপতি মো: নরুন্নবী প্রভাত আলাপন সাংস্কৃতিক একাডেমির সভাপতি মো: আব্দুস সামাদ, নন্দন সাহিত্য একাডেমির চেয়ারম্যান মো: সাইদুর রহমান, প্রদিপ্ত সাহিত্যাসর কেশোরহাট রাজশাহীর সভাপতি মো : আমজাদ হোসেন, অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো: আলতাফ হোসেন, নাট্যজন নান্নু মাহামুদ, জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি লতারাণী মহন্ত জননী নাট্য চর্চা কেন্দ্রের সভাপতি মো: সেলিম রেজা ও জননী নাট্য চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক মো: জহুরুল ইসলাম জহির প্রমূখ উপস্থিত ছিলেন।
বক্তাগণ প্রতিষ্ঠানটির ভুয়োসি প্রশংসা করেন এবং সংস্কৃতি চর্চার মাধ্যমে সন্ত্রাস ও মাদক মুক্ত থেকে যুব সমাজকে সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যাক্ত করেন। সংগীত প্রতিযোগিতায় দেশ ও আধুনিক গানে প্রথম গোলাম হাবীব ও মাধুরী হাঁসদা, দ্বিতীয় মো: রবিউল ইসলাম, লোক সংগীতে  দ্বিতীয় মো: রেজাউল করিম তৃতীয় মো: আহসান হাবীব ছড়া গানে প্রথম মুসকান জাহান মাহি, দ্বিতীয় মো: মুর্তজা মুক্তাদী মৌশিক তৃতীয় সামিয়া ইসলাম  পুরস্কার গ্রহণ করেন। এছাড়া শুভেচ্ছা পুরস্কার গ্রহণ করেন মোসা: রিজিয়া খাতুন, রাশিদা আক্তার সুমি, আওয়াল হোসেন পলক, মো: শরিফুল ইসলাম, সুইটি বেগম, স্বারক সম্মাননা পান আব্দুর রশিদ, সাইদুল ইসলাম, মো: আসলাম আলি,তারিনা সুলতানা,জনি মুরমু মাহালী প্রমূখ।
সুবর্ণলতা সংগীত বিদ্যালয়ের নবগঠিত কার্য নির্বাহী কমিটির সম্মানীত সদস্যগণ সভাপতি মো: হানিফ খন্দকার, সহ- সভাপতি মো: আসলাম আলি, সাধারণ সম্পাদক মো: বেলালউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আহসান হাবীব কোষাধ্যক্ষ মোসা: ইসরাত জাহান সাংগাঠনিক সম্পাদক মো: আওয়াল হোসেন পলক, মহিলা বিষয়ক সম্পাদক রাশিদা আক্তার সুমি,নির্বাহী সদস্য গোলাম হাবীব, মো: নুরুল ইসলাম, প্রমূখকে প্রধান অতিথি ফুল দিয়ে বরণ করেন।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা মো: আমিনুল হক রিন্টু। অনুষ্ঠান শেষে কলার পাতায় খিচুড়ি খাওয়া হয়।।