প্রচ্ছদ উপজেলার খবর তানোরে বিলের জমিতে বোরো লাগানো শুরু করেছেন কৃষকরা 

তানোরে বিলের জমিতে বোরো লাগানো শুরু করেছেন কৃষকরা 

382
0
সাইদ সাজু তানোর থেকে : তানেরে বিলের ধানের জমিতে বোরো লাগানো শুরু করেছেন কৃষকরা।
হাড় কাঁপানো কনকনে শীতের ম্যধেও কৃষকরা  বোরো লাগানোসহ জমি চাষে ঝুঁকে পড়েছেন তানোর উপজেলার কৃষকরা।
ভোর থেকে শীতের ঠান্ডা পানিতে নেমে বোরো ধানের বীজ তুলে জমিতে রোপণ করার পাশাপাশি ভোর রাত থেকে শুরু করে দুপুর পর্যন্ত গরুর লাঙ্গল ও ট্রাক্টর দিয়ে বোরো জমিতে চাষ করতে ব্যাস্কৃথয সময় পার করছেন কৃষক।
কৃষকদের সাথে কথা বলে গেছে, আমন ধান কাটার পরপরই আলু রোপন করা জমি থেকে আলু তোলার পর ওই  জমিতেও ধান রোপন করা হবে।
আর আলু না লাগানো জমিতে বোরো ধান চাষের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। তবে, বিলের ধারের জমির পানি নেমে যাওয়ায় আগাম বোরো রোপন করা হচ্ছে।
তানোর উপজেলার বিভিন্ন বোরো জমির মাঠ ঘুরে দেখা গেছে, বোরো চাষের জন্যে এখন থেকেই আগাম বোরো চাষের জন্য কৃষকরা জমিতে বোরো ধানের বীজ রোপন করছেন।
তানোর পৌর এলাকার গুবির পাড়া গ্রামের কৃষক আবু রহমান বলেন, এবার ২০বিঘা জমিতে বোরো ধান চাষের প্রস্তুতি নিচ্ছেন। সবার আগে বিলকুমারী বিলে পানি নেমে যাওয়ার সাথে সাথে তিনি ৯বিঘা বোরো জমিতে ধান রোপণ করতে শুরু করেছেন।
তিনি বলেন, আমন ধানের ফলন ভালো পেয়েছেন। তাই এবার বোরো চাষের জন্যে একটু আগেই জমি চাষের জন্যে প্রস্তুত করা সহ বোরো রোপণ শুরু করেছেন।
তবে, তিনি এবার প্রচন্ড ঠান্ডা তাই কৃষি শ্রমিকরা তাদের মজুরি একটু বেশি নিচ্ছেন। তবুও কৃষক কিছুই মনে করছেন না।
কারন যে পরিমাণ ঠান্ডা তাতে করে বোরো চাষের জন্য শ্রমিক পাওয়ায় কষ্টকর বলে জানান কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার আমন ধানের ফলন ভালো হয়েছে। ধানের দামও ভালো পেয়েছেন কৃষকরা।
 হেক্টর প্রতি ৭মেঃ টন করে ফলন হয়েছে। সব হিসেব করে ২৫ হাজার ১৫৫ হেক্টর জমিতে বোরো ধানের ফলন হবে ১ লক্ষ ৯০ হাজার ৯০০ মেঃ টন।
 উপজেলার জনসাধারণের চাহিদার তুলনায় কয়েকগুণ বেশি। তবে এবার বোরো আবাদ হবে সবচেয়ে বেশি। কিন্তু কি পরিমাণে বোরো চাষ হবে তা জানাতে পারেনি কৃষি অফিস।