প্রচ্ছদ উপজেলার খবর তানোরে প্রধান মন্ত্রীর উপহার পাকা ঘর পেল ৫৭ ভুমিহীন পরিবার 

তানোরে প্রধান মন্ত্রীর উপহার পাকা ঘর পেল ৫৭ ভুমিহীন পরিবার 

213
0
সাইদ সাজু, তানোর থেকে : রাজশাহীর তানোর উপজেলার ৫৭ ভুমিহীন পরিবার পেল প্রধান মন্ত্রীর পাকা ঘরে মাথা গোঁজার ঠাই।
শনিবার সকালে ভুমিহীনদের হাতে ওইসব ঘরের দলিলসহ চাবি হস্তান্তর করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভুমিহীনদের মাঝে এসব ঘরের চাবি ও দলিল তুলে দেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রসাশক আইটিসি শিক্ষা কামরুজ্জামান।
তানোর উপজেলা নির্বাহি কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার,  তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম প্রমুখ।
জানা গেছে,  ভিডিও কনফফারেন্সির মাধ্যমে মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ৬৪টি জেলার ৪৯২টি উপজেলায় সংযুক্ত হয়ে ৬৯ হাজার ৯শত ৪ জন ভূমীহিন ও গৃহহীনের মাঝে জমিসহ আধা-পাকা (ঘর) বাড়ি প্রদান কার্যক্রমের প্রথম পর্যায়ের শুভ উদ্বোধন করেন।
 এর মধ্যে তানোর উপজেলায় ৫৭;টি পাকা ঘর ভুমিহীনদের পর্রদান করা হয়।