প্রচ্ছদ উপজেলার খবর মুন্ডমালার চুনিয়া পাড়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসের সামনের মুদি দোকানে আগুন মুন্ডমালার চুনিয়া...

মুন্ডমালার চুনিয়া পাড়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসের সামনের মুদি দোকানে আগুন মুন্ডমালার চুনিয়া পাড়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসের সামনের মুদি দোকানে আগুন 

292
0
সাইদ সাজু তানোর থেকেঃ রাজশাহীর তানোর উপজেলার মুন্ডমালা পৌর এলাকার ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আবু সাইদের চুনিয়া পাড়াস্থ মুদি দোকান আগুনে পুড়ে গেছে। কি ভাবে আগুন লাগলো নাকি কেউ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তা এখনো জানা যায়নি।
সোমবার দিবাগত রাত ১২ টার দিকে এ অঙ্গিকান্ডের ঘটনা ঘটে। খবর দেয়া হলে তানোর ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই পুরো মুদি দোকানসহ মালা মাল পুড়ে ছাই হয়ে যায়।
এতে প্রায় ৪০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে জানান দোকানের মালিক আবু সাইদ।
পুলিশ ও প্রত্যক্ষদির্শি সুত্রে জানা গেছে, চুনিয়া পাড়াস্থ স্বতন্ত্র জগ প্রতিকের প্রার্থীর নির্বাচনী অফিসের সামনের ওই মুদি দোকানে আগুনে পুড়ে যাওয়ার ঘটনা ঘটে।
মুন্ডমালা পৌর সভায় ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ দীর্ঘদিন থেকে সেখানে টিনের ঢোপে মুনি খানার দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন।
মঙ্গলবার দুপুরে পুড়ে যাওয়া মুদি দোকান পরিদর্শন করেছেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ও  গোদাগাড়ী সার্কেল এএসপি ও তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের সাথে সন্ধ্যায় তিনি বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন আগুন লাগার কারন জানা যায়নি। তবে, কারন উদ্ঘাটনে তদন্ত চলছে বলেও জানান তিনি।