প্রচ্ছদ উপজেলার খবর তানোরে রাত পোহালেই পৌর নির্বাচন সকল প্রস্তুতি সম্পূর্ণ 

তানোরে রাত পোহালেই পৌর নির্বাচন সকল প্রস্তুতি সম্পূর্ণ 

224
0
সাইদ সাজু তানোর থেকে : রাত পোহালেই শুরু হবে রাজশাহীর তানোর পৌর সভা নির্বাচনে ভোট গ্রহন। ভোট কেন্দ্র গুলোর বাইরে মেয়র প্রার্থীসহ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের পোষ্টারে পোষ্টারে ছেঁয়ে গেছে আশ পাশ। বিভিন্ন প্রার্থীদের পোষ্টার টাংগানোর ফলে উৎসব আমেজ মাখা পরিবেশের সৃষ্টি হয়েছে।
শান্তিপূর্ণ ও সুষ্ঠ ভাবে ভোট গ্রহনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকর প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ৯ টি ওয়ার্ডের ১৩টি ভোট কেন্দ্রে ৬৮টি কক্ষে ভোট গ্রহন করা হবে। তানোর পৌর সভার ৪ নং ওয়ার্ডে পুরুষদের ভোট পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও নারীদের প্রাথমিক বিদ্যালয় এবং ৫ নং ওয়ার্ডে পুরুষদেন বালিকা বিদ্যালয় ও নারীদের সরকারী কলেজে কেন্দ্রে ভোট গ্রহন করা হবে।
নিরাপত্তায় ৩ স্তরের ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার, ভিডিপিসহ বিজিবি সদস্য মোতায়েন থাকার পাশাপাশি একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কেন্দ্রেই থাকবেন। সেই সাথে ম্যাজিষ্ট্রেটের নেত্রীত্বে বিজিবি ও পুলিশ সদস্যরা টহল দিবেন। যখন যেখানে অপ্রীতিকর ঘচনার খবর পাবেন সেখানে ছুটে যাবেন।
শনিবার বিকাল থেকেই কেন্দ্রে পৌছে যাচ্ছেন পিজাইডিং কর্মকর্তা ও সহকারী পিজাইডিং কর্মকর্তাসহ ভোট গ্রহনের সামগ্রী। তবে, ব্যালট সকাল ৮টার আগেই প্রতিটি ভোট কেন্দ্রে পৌছে দিবেন বলে জানিয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার ও তানোর পৌর সভার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো।
মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ৩৫জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন। মোট ৫২জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। প্রচার প্রচারনা শেষ হওয়ার প্রার্থীরা ভোটের আগের শনিবার নিজ নিজ বাড়ির আশে পাশে নিজেদের কর্মি সমর্থকদের সাথে শেষ মুহুর্তের আলাপ আলোচনা শেরে নিতে দেখা গেছে।
তানোর পৌর সভায় ৯ টি ওয়ার্ডের ১৩ টি ভোট কেন্দ্রে ৬৮টি কক্ষে ২৪হাজার ৬৬৭ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১২হাজার ৩৮ জন ও নারী ভোটার ১২হাজার ৬২৯জন। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
তানোর উপজেলা নির্বাহীকর্মকর্তা ও তানোর পৌর সভা নির্বাচনে নিটার্নিং অফিসার সুশান্ত কুমার মাহাতো বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আশা করছি আগামী ১৪ই ফেব্রুয়ারী শান্তি পূর্ণভাবে তানোর পৌর সভা নির্বাচন সম্পূর্ণ হবে।