প্রচ্ছদ আন্তর্জাতিক তানোরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মাতৃভাষা ও আন্তর্জাতিক দিবস পালন

তানোরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মাতৃভাষা ও আন্তর্জাতিক দিবস পালন

359
0
সাইদ সাজু, তানোর থেকেঃ রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ৮ টায় তানোর উপজেলা পরিষদ চত্বরস্থ্য শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ, শিশুদের মধ্য চিত্রাংকন প্রতিযোগীতা পুরুস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসেবে (অনুউপস্থিত) ছিলেন  সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ ওমর ফারুক চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে (অনুউপস্থিত) ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ,র পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকঅতা (ওসি) রাকিবুল হাসান।
বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, তানোর উপজেলা আ’ লীগ সভাপতি গোলাম রাব্বানী, তানোর উপজেলা আ’ লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তানোর পৌর সভার নবনির্বাচিত মেযর ইমরুল হক, মুন্ডমালা পৌর সভায় জগ প্রতিকের নবনির্বাচিত মেয়র সাইদুর রহমান।
তানোর উপজেলার কামারগাঁ ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দীন প্রামানিক, তানোর উপজেলা আ’ লীগ সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান পাপুল সরকার প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবক, বিভিন্ন শ্রেনী পেশার সুধিজন ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।