প্রচ্ছদ জেলার খবর ঠাকুরগাঁওয়ে আদিবাসীদের নিয়ে ভূমি বিষয়ক মত বিনিময়

ঠাকুরগাঁওয়ে আদিবাসীদের নিয়ে ভূমি বিষয়ক মত বিনিময়

199
0

ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ভূ’মি অফিসের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও মুলশ্রোতধারার নেতৃবৃন্দের সাথে আদিবাসীদের ভূ’মি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের আয়োজনে, ইএসডিও’র বাস্তবায়নে ও হেকস্ ইপারের সহযোগিতায় শনিবার (৭ নভেম্বর) সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভ’মি) কামরুল হাসান সোহাগ, সদর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মামুন অর রশিদ, প্রেমদীপ প্রকল্পের ফোকাল পার্সন শামীম হোসেন, প্রকল্প সমন্বয়কারী কাজী সেরাজুস সালেকীন, আদিবসাী ও দলিত প্রতিনিধি রাজু ভাসকো, বিনা কর্মকার প্রমুখ। এ সময় সদর উপজেলার সকল ইউনিয়নের ভ’মি সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।