প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামুল্যে গরু বিতরণ

ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামুল্যে গরু বিতরণ

310
0
ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র পরিবারের আর্থিক স্বাবলম্বীতা আনয়নে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপির আয়োজনে বৃহস্পতিবার (৪ মার্চ) সদর উপজেলার নারগুন সিনিয়র আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এসব গরু বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মামুন অর রশিদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ওয়াল্ড ভিশন নীলফামারী এরিয়া প্রোগ্রাম ক্লাস্টার ম্যানেজার স্বপন মন্ডল, নারগুন ইউপি চেয়ারম্যান পয়গাম আলী, সংস্থার প্রোগ্রাম অফিসার সুসময় মানকিন প্রমুখ।

এ সময় ৫৫ জন উপকারভোগীর মাঝে একটি করে বকনা জাতের গরু তুলে দেন অতিথিরা। পর্যায়ক্রমে জেলায় মোট ২১০ জন সুবিধাভোগীর মাঝে একটি করে বকনা জাতের গরু বিতরণ করা হবে বলে জানায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃপক্ষ।