প্রচ্ছদ উপজেলার খবর তানোরে পৌর এলাকার দূর্গাপুজা মন্ডপে মেয়র প্রার্থী সুজনের পরিদর্শন ও অনুদান প্রদান

তানোরে পৌর এলাকার দূর্গাপুজা মন্ডপে মেয়র প্রার্থী সুজনের পরিদর্শন ও অনুদান প্রদান

299
0

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর পৌর এলাকার ১৬টি দূর্গাপুজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন তানোর পৌরসভায় আ’লীগ দলীয় সম্ভাব্য মেয়র প্রার্থী আবুল বাশার সুজন। তিনি সকল পুজা মন্ডপের মন্দিরসহ রাস্তা-ঘাট পাঁকা করাসহ উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন।

আজ (২৫ শে অক্টোবর) রোববার বিকালে তানোর পৌর সভার ১নং ওয়ার্ড হরিদেবপুর, তালন্দ, সমাসপুর থেকে শুরু করে রাত পর্যন্ত তিনি তানোর পৌর এলাকার পুজা মন্ডপগুলোতে সরেজমিন গিয়ে পুজা কমিটির নেতা-কর্মিসহ সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনীময় করেন এবং নিজ হতবিল থেকে প্রতিটি পুজা মন্ডপে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।

এসময় তানোর পৌর মেয়র প্রার্থী আবুল বাশার সুজন বলেন, আগামী পৌর নির্বাচনে তিনি তানোর পৌর সভার মেয়র নির্বাচিত হলে আগামীতে পুজা মন্ডপের উন্নয়নসহ তানোর পৌরসভার আর্থিক সহায়তায় প্রতিমা তৈরি করে দিবেন। তিনি বলেন, মন্দিরসহ মন্দিরে আসা যাওয়ার রাস্তাগুলো পাঁকা করে দিবেন। সেই সাথে পৌর এলাকার সকল রাস্তা-ঘাট পাঁকাকরণসহ ব্যাপক উন্নয়ন করে পৌর সভাকে ১ম শ্রেনীতে উন্নীত করবেন।

এসময় তার সাথে ছিলেন, তানোর পৌর সভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও ১নং ওয়ার্ড আ’লীগ সভাপতি তাছির উদ্দিন, তানোর পৌর সভার সংরক্ষিত নারী কাউন্সিলর জুলেখা বেগম, যুবলীগ নেতা রামিল হাসান সুইট, রাজশাহী জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, তানোর পৌর ছাত্রলীগ আহবায়ক ফাইসাল সরকার অমি, তালন্দ ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সভাপতি মাহাবুর রহমান মাহাম, কলমা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রিয়াদ প্রমুখ। এসময় আ’লীগ যুবলীগ ছাত্রলীগসহ অংগ সংগঠনের নেতা-কর্মি ও সমর্থকরা।