প্রচ্ছদ উপজেলার খবর তানোরে শান্তিপূর্ণ উৎসব ও মুখর পরিবেশে শারদীয় দূর্গাপূজার প্রতিমা বিসর্জন

তানোরে শান্তিপূর্ণ উৎসব ও মুখর পরিবেশে শারদীয় দূর্গাপূজার প্রতিমা বিসর্জন

291
0

তানোর প্রতিনিধি : তানোরে শান্তিপুর্ণ ও উৎসব মুখর পরিবেশে শারদীয় দূর্গা পূজার প্রতিমা বিসর্জন সম্পূর্ন হয়েছে। তানোর উপজেলার ৫৩টি মন্দিরে শান্তি সম্পূর্ণ ভাবে ও ভাবগাম্ভিযের মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়।

সোমবার বিকাল ৩টা থেকে প্রতিমা বিসর্জন শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে প্রতিমা বিসর্জন। প্রতিমা বিসর্জন উপলক্ষে সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ছিলো কঠোর নজরদারী ও নির্দেশনা।

এবিষয়ে তানোর কেন্দ্রীয় শিবতলা মন্দির কমিটির সভাপতি পরেশ কুমার দাস বলেন, তানোর উপজেলা সদরের শিবতলা কেন্দ্রীয় মন্দিরের দূর্গাপূজার প্রতিমা বিল কুমারী বিলে বিসর্জন দেয়া হয়েছে। তিনি বলেন, করোনা ভাইরাসের কারনে দুরত্ব বজায় রেখে শারদীয় দূর্গাপূজা উদযাপন করা ও প্রতিমা বিসর্জন সম্পূর্ন হয়েছে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, প্রশানের কঠোর নির্দেশনা ও নজরদারীর ফলে শান্তিপূর্ণ ভাবে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন সম্পূর্ন হয়েছে। তিনি বলেন, পুজা চলাকালীন ও প্রতিমা বিসর্জনের শেষ হওয়া পর্যন্ত কোথাও কোন ধরনের বি-শৃংখলার খবর পাওয়া যায়নি।