প্রচ্ছদ অপরাধ তানোরে চোর সন্দেহে ২ যুবককে মধ্যযুগীয় কায়দায় রাতভর নির্যাতন 

তানোরে চোর সন্দেহে ২ যুবককে মধ্যযুগীয় কায়দায় রাতভর নির্যাতন 

247
0
সাইদ সাজু, তানোর থেকে : তানোরে চোর সন্দেহে দুই যুবককে মধ্যযুগীয় কায়দায় রাতভর নির্যাতন করা হয়েছে।
এরা হলেন মোহর গ্রামের ইসাহাক আলীর ছেলে সেলুন ব্যবসায়ী ফিরোজ কবির (২৪) এর পায়ে হাতুড় দিয়ে লোহার জলাই ঢুকিয়ে দেয়া হয, অপরজন একই গ্রামের আমজেদ আলীর ছেলে ট্রলিচালক জসিম উদ্দীন (২৮) কে লোহার রড় লাঠি সোটা ও হাতুড়ী দিয়ে মধ্যযুগীয় কায়দায় রাতভর নির্যাতন ও একটি পালসার মটরসাইকেল ভাংচুর করা হয়।
সোমবার সকাল ওই ২ জনকে আহত অবস্থায উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় ফিরোজের পিতা ইসাহাক আলী বাদি হযে দেবিপুর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেল আব্দুর রহিমকে প্রধান করে ১১ জনের নামে তানোর থানায একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, নির্যাতনের স্বীকার ওই দুই যুবক পালসার মটরসাইকেল নিয়ে রোববার রাত ৯ টার দিকে দেবিপুর গ্রামস্থ্য জোহরার বাড়িতে দাওয়াত ক্ষেয়ে বাড়ি থেকে বের হওয়া মাত্রই দেবিপুর গ্রামের বেলাল হোসেনর ছেলে রহিমসহ কয়েকজন পরিকল্পীত ভাবে চোর চোর বলে চেচামেচি শুরু করেন। এক পর্যায়ে মটরসাইকেল ভাংচুর ও তাদেরকে আটকে রেখে রাতভর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে।
সোমবার সকালে তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, হাসান মেম্বার, মামুন মেম্বারসহ কয়েকজন এসে আবারো তাদেরকে বেধড়ক মারপিট এবং ফিরোজের পায়ে লোহার জলাই ঢুকিযে ফিরোজকে চোর স্বিকারের চেষ্টা করেন।
দুইজনের অবস্থা আশংখ্যাজনক হওয়ায় তাদেরকে ফিরোজের মায়ের কাছে মুছলেখা নিয়ে গুরুতর আহত অবস্থায জিম্মায় দেন। ।  বর্তমানে তারা  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এবিষয়ে, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন,  অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।