আগামী অর্থবছর থেকে বাস্তবায়িত হবে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’। নতুন এ আইনের সুবিধা পাওয়া ও এই আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য মেলায় ভ্যাট অনলাইন পরামর্শক বুথ বাড়তি আকর্ষণ যোগ করেছে।
ভ্যাট অনলাইন প্রজেক্টের সহকারী ডিরেক্টর সাহাদাত জামিল ঢাকাটাইমসকে জানান, নতুন আইনে যেসব সুবিধা পাওয়া যাবে, কিভাবে মূল্য সংযোজন কর (মূসক) নিবন্ধন করতে হবে, অনলাইন ভ্যাটের কী কী বৈশিষ্ট্য রয়েছে, কর রেয়াত কিভাবে পাবে এবং করদাতার কী করণীয় এ সংক্রান্ত তথ্য দেয়া হচ্ছে।
সাহাদাত জামিল আরও জানান, আগামী ডিসেম্বর থেকে অনলাইনেই এ তথ্য জানা যাবে।
ভ্যাট অনলাইন বুথে দেখা গেল একটা ব্যানার লাগানো। সেখানে লেখা অনলাইনভিত্তিক নতুন ভ্যাট এখন পানির মতোই স্বচ্ছ। বুথে কিভাবে ‘ভ্যাট স্মার্ট’হওয়া যায় সে বিষয়ে ধারণা দেয়া হচ্ছে। কয়েকটি কার্টুন গায়ে লেখা দেখা গেল ‘আই এম ভ্যাট স্মার্ট’। যার সঙ্গে ছবি তোলার জন্য দর্শনার্থী ও সেবাগ্রহীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। এ স্টলে থাকছে ভ্যাট স্মার্ট কার্টুনে ছবি তুলে তা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে শেয়ার করার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ।
১৬৫৫৫ নম্বরে ডায়াল করে জানা যাবে বিস্তারিত। আর www.nbr.gov.bd এই ঠিকানায় ঢুকেও পাওয়া যাবে বিস্তারিত তথ্য।