প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা ভোলাহাটে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

ভোলাহাটে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

110
0

 বি.এম রুবেল আহমেদঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বন্যা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও বজ্রপাত মোকাবেলায় উপজেলা ও ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির করণীয় ও ভূমিকা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। ৭ জানুয়ারী মঙ্গলবার শুরু হওয়া ভোলাহাট উপজেলা মিলনায়তনে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোলাহাট উপজেলা পরিষদের আয়োজনে এবং উপজেলা আইন শৃঙ্খলা কমিটির বাস্তবায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় ৭ ও ৮ জানুয়ারি দুই দিনব্যাপী প্রশিক্ষণ প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহাবুব হাসান, ওসি তদন্ত মোঃ রেজওয়ানুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আলম সরকার ও উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন। প্রশিক্ষণে দুর্যোগ বিষয়ক নানা দিক তুলে ধরে বক্তব্য দেন প্রশিক্ষকবৃন্দ। প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন উপজেলার জনপ্রতিনিধিগণ, শিক্ষক, ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার ৬০ জন প্রশিক্ষণার্থী। বুধবার বিকেলে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্ত করা হয়েছে।