প্রচ্ছদ অন্যান্য পৃষ্ঠা গোদাগাড়ীতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

গোদাগাড়ীতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

402
0

আব্দুল খালেক: গোদাগাড়ী পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। প্রথমবারের মত গোদাগাড়ী পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে। তবে ভোট চলাকালিন সময় মহিশালবাড়ী ও আয়েশা সাবের মাদরাসা কেন্দ্রে ইভিএমে সমস্যা দেখা দেয়। তবে এখন পর্যন্ত কোন কেন্দ্রে বিশৃঙ্খলা দেখ দেয়নি।
ভোট যুদ্ধে রয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী গোদাগাড়ী পৌর আ’লীগের সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস (নৌকা), বর্তমান মেয়র মনিরুল ইসলাম বাবু স্বতন্ত্র (ডাবগাছ), বিএনপির মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া রুলু (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী ড. ওবায়দুল্লাহ (জগ) প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সকলেই গোদাগাড়ী পৌরসভাকে উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। সেই সাথে কাউন্সিলররাও প্রচার প্রচারনায় মেতে উঠেছেন, দিচ্ছেন হাজারো প্রতিশ্রুতি।

নির্বাচনে মেয়র পদে চারজন, পৌরসভার নয়টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩০জন এছাড়াও ০৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩জন মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন।
গোদাগাড়ী পৌরসভায় ভোটার সংখ্যা ৩২,২৫৭জন যার মধ্যে পুরুষ ভোটার ১৬,৩৮৩জন ও ১৫,৮৭৪জন মহিলা ভোটার রয়েছেন।
ভোট কেন্দ্র ১৬টি এবং ভোট প্রদানের জন্য বুথ রয়েছে ৮৫টি, অস্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা ৪টি, পুরুষ,

ভোট কেন্দ্র:
১. আচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
২. মহিশালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
৩. মহিলা ডিগ্রী কলেজ
৪. মাদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (পশ্চিম)
৫. মাদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (পূ্রব ও উত্তর বিল্ডিং)
৬. কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (পশ্চিম)
৭. কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (পূর্ব)
৮. রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
৯. লালবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
১০. গোদাগাড়ী স্কুল এন্ড কলেজ
১১. গোদাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
১২. আয়েশা সাবের দাখিল মাদরাসা
১৩. সারাংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (পশ্চিম বিল্ডিং)
১৪. সারাংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (উত্তর বিল্ডিং)
১৫. সুলতানগঞ্জ দাখিল মাদরসা
১৬. সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়।