গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নৈশপ্রহরী কর্তৃক একটি মহিলা মাদ্রাসার আবাসিক ছাত্রী (১৪)কে লাগাতার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত রোববার গোমস্তাপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন নির্যাতিতা ছাত্রীর পিতা। থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পার্বতীপুর ইউনিয়নের কিনুপাড়া দারুস সুন্নাহ মহিলা হাফিজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্রী (১৪)কে ওই মাদ্রাসার পরিচালক শারমিন খাতুনের সহায়তায়  নৈশপ্রহরী একই ইউনিয়নের সুবইল গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে ঝাটু আলী (৬৫)দীর্ঘদিন যাবত জোরপূর্বক লাগাতর ধর্ষণ করে আসছে। ঝাটু আলী ওই মাদ্রাসা পরিচালকের পিতা। সে ওই মাদ্রাসায় নৈশপ্রহরী হিসেবে কর্মরত।সর্বশেষ গত ১৭ অক্টোবর রাতে ওই নৈশপ্রহরী মাদ্রাসায় ঘুমন্ত ওই ছাত্রীকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় কয়েকজন ছাত্রী তাকে বাধা দিতে গেলে তাদের ভয়ভীতি দেখানো হয়।নির্যাতিতা ছাত্রীকে পবিত্র কোরআন শরিফে হাত রেখে শপথ করা হয় এ ঘটনা প্রকাশ না করার জন্য। নির্যাতন সইতে না পেরে গত ২০ অক্টোবর ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানায়।পরে স্থানীয়ভাবে এ ঘটনার মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে গত রোববার গোমস্তাপুর থানায় একটি এজাহার দায়ের করেন তার পিতা। এ বিষয়ে তদন্তের দায়িত্ব পাওয়া পুলিশের উপ- পরিদর্শক আরেফিন জানান,প্রাথমিক তদন্তে অভিযোগের কিছুটা সত্যতা পাওয়া গেছে। গোমস্তাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর একজন পুলিশ কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।