সাইফুল ইসলাম, (গোদাগাড়ী) রাজশাহী প্রতিনিধি:
জীবন-জীবিকার তাগিদে ৩৮ বছর যাবত প্রতিদিন ৩৫ থেকে ৪০ কিলোমিটার বাই- সাইকেল চালিয়ে পাঠকদের নিকট পত্রিকা বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করে আসছেন ৭২ বছর বয়সী এক বৃদ্ধ, তিনি হলেন রাজশাহী জেলার পবা উপজেলার হরিপুর ইউনিয়নের খোলাবোনা গ্রামের মৃত জার্জিস সরকারের পুত্র, সমাজ সেবক, শিক্ষা অনুরাগী, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, বিনয়ী,পাঠকদের প্রিয় মুখ পত্রিকা বিক্রেতা মনিরুজ্জামান( মাস্টার) ২৩ শে নভেম্বর কথা হয় দৈনিক উপচার পত্রিকার এ প্রতিবেদকের সাথে তিনি জানান ১৯৫২ সালে তার জন্ম ৯ ভাই বোনের মধ্যে মনিরুজ্জামান সবার বড়, পত্রিক সূত্রে পাওয়া বাড়ি ভিটা সহকারে ২ বিঘা জমি আছে তার। ১৯৭০ সালে রাজশাহী হাই মাদরাসা থেকে এস,এস,সি পাস করেন মনিরুজ্জামান । নিজ উপজেলার খোলাবোনা দাখিল মাদ্রাসায় শুরু করেন শিক্ষকতা ।
ঐ মাদ্রাসায় ১৮ বছর যাবত শিক্ষকতা করে বেতনভাতা না পাওয়াই ঐ মাদ্রাসায় ইসতোফা দিয়ে। ১৯৮৬সালে মনিরুজজামান শুরু করেন পাঠকদের নিকট পত্রিকা বিক্রয়ের কাজ। মনিরুজ্জামান আরো জানান বর্তমানে তিনি ৮ সন্তানের জনক এর মধ্যে ৬টি মেয়ে ২টি ছেলে, এদের মধ্যে ইতিপূর্বে ৪ মেয়েকে মাস্টার্স কমপ্লিট করিয়ে ৮ থেকে ৯ লক্ষ টাকা খরচ করে বিয়ে দিয়েছেন পত্রিকা বিক্রয়ের আয় থেকেই। বাকি দুই মেয়ে, ও দুই ছেলে , বর্তমানে বিভিন্ন কলেজে অধ্যয়নরত! মনিরুজ্জামান বলেন এ পেশায় বছর দশেক আগে প্রতিদিন ১হাজার থেকে দেড় হাজার টাকা আয় হতো।
কিন্তু বয়সের ভারে বর্তমানে ৫০০ থেকে ৭০০ টাকা আয় করাটাই অনেক কষ্টকর তার জন্য। তারপর ও আগের মত মানুষ আর পত্রিকা পড়ে ন। এছাড়াও বর্তমানে অন্য পেশাতে যাওয়ার আর বয়স নেই । যতদিন জীবিত আছেন, ততদিন জীবন সংগ্রামে এই পেশায় যুক্ত থাকবেন বলে জানান ৭২ বছর বয়সী এই বৃদ্ধ মনিরুজ্জামান।