নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার সকাল ৯টায় নাচোল থানা কমপাউন্ডে মহান মুক্তিযুদ্ধে নাচোল থানার শহীদ ৩জন পুলিশের সমাধিতে উপজেলা প্রশাসনের পক্ষ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভ’মি)সহ অন্যান্য অফিসারবৃন্দ পুস্পস্থাবক অর্পন করেন। পুষ্পস্থাপক অর্পন শেষে সকল শহীদদের স্মরনে দোয়া পরিচালনা করা হয়। পরে নাচোল থানা, নাচোল সরকারী কলেজের ,নাচোল মহিলা কলেজ, নাচোল খুরশেদ মোল্লা উচ্চ বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্থাবক অর্পন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিতত্বে বক্তব্য রাখেন নাচোল সরকারী কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)সবুজ হাসান, নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা হুমায়ন কবীর, নাচোল সরকারী কলেজের প্রভাষক শফিকুল আলম প্রমূখ। এছাড়া নাচোল সরকারী কলেজ, নাচোল মহিলা কলেজ, নাচোল খুরশেদ মোল্লা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এদিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে দোয়া মহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়।