আব্দুল খালেক: রাজশাহীর গোদাগাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ ডিসেম্বর, শুক্রবার গোদাগাড়ী উপজেলার কামারপাড়া এলাকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গোদাগাড়ী পশ্চিম থানার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোঃ নাজমুস সাকিবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোদাগাড়ী-তানোরের সাবেক সাংসদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক প্রমুখ।
আলোচনা সভা শেষে বাদ মাগরীব সাংস্কৃতিক সন্ধ্যা ও চাঁপাইনবাবগঞ্জের গম্ভীরা পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন-
বিকল্প সাংস্কৃতিক সংসদ, রাজশাহী।
অভিযাত্রী শিল্পী গোষ্ঠী চাঁপাইনবাবগঞ্জ।
বরেন্দ্র শিল্প গোষ্ঠী- গোদাগাড়ী।