গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যুব সংগঠন জাহিদনগর যুব উন্নয়ন সংঘের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে গোমস্তাপুর ইউনিয়নের জাহিদনগর গ্রামে সংগঠনের সভাপতি এনায়েত উল্লার সভাপতিত্বে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনের জামাত মনোনীত প্রার্থী ডঃ মুঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের গোমস্তাপুর উপজেলা আমির ইমামুল হুদা। ১ নং গোমস্তা পুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য হাবিবুর রহমান বশির, জাহিদনগর যুব উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহিন আলমসহ অন্যরা। পরে ২০ জন অসহায় ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়।